‘বাড়ি বেদখল’, খুলিও কর্তাজার: একটি অনুকৃতি

খুলিও কর্তাজার আর্জেন্তিনার লেখক। হিসেবমত তাঁকে আমার তুলনামূলক সাহিত্যের লাতিন আমেরিকা বিশেষ পত্রে পড়ার কথা ছিল কিন্তু পড়েছিলাম আদতে ফিল্ম স্টাডিজ-এর ক্লাসে। আন্তোনিওনির 'ব্লো-আপ' চলচ্চিত্রটি তাঁর একই নামের একটি ছোটগল্পে আধারিত ছিল বলে। তখন ভারি অদ্ভূত লেগেছিল যদিও। প্রায় বছর পাঁচেক পর 'ব্লো-আপ অ্যান্ড আদার স্টোরিজ' নামে একটি গল্প সংকলন হাতে এসে পড়ে, তখন নতুন… Continue reading ‘বাড়ি বেদখল’, খুলিও কর্তাজার: একটি অনুকৃতি